স্টাফ রিপোর্টারঃ জাতীয় পুরুষ সংস্থার আয়োজনে ১৯ নভেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে গণজমায়েত এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রাজার সভাপতিত্বে ও সধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লালবাগ যুব জাগরণ সংঘের সভাপতি মোঃ আজিম উদ্দিন, ঐতিহ্যবাহী খাদ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হোসেন মুরাদ, এসো জীবের কল্যাণের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, সমাজকর্মী অলোক চৌধুরী, ড্রিম সাক্সেস টুর এন্ড ট্রাভেলস লিমিটেড এর সিনিয়র কো অর্ডিনেটর আব্দুর রহিম লাল্টু, মোঃ জসিম উদ্দিন খান, আওয়ান মুন্সি, সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হকার্স কল্যাণ সোসাইটির সভাপতি শাহিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, মোঃ সাত্তার হোসেন, মোঃ সুজন, মোঃ বিল্লাল, মোঃ আকবর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওলি শিকদার, কাউসার আহমেদ রনি, মোঃ খায়রুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ।
উক্ত গণজমায়েতে বক্তারা ১০ দফা দাবি তুলে ধরেন।
১। মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় করতে হবে।
২। মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পর রাষ্ট্র ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
৩। সকল পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
৪। নারী নির্যাতন আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে।
৫। মোহরানার নামে অতিরিক্ত মোহর ধার্য করা বন্ধ করতে হবে।
৬। স্বামীর অধীনে না থেকে খোরপোষ আদায় বন্ধ করতে হবে।
৭। জাতীয় পুরুষ কমিশন গঠন করতে হবে।
৮। পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে।
৯। পুরুষের প্রতি সকল ধরণের বৈষম্যমূলক কর্মকান্ড বন্ধ করতে হবে।
১০। সকল পুরুষ সংগঠনকে মন্ত্রণালয়ের অধিভূক্ত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.