শেরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ ও শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি শফিকুলইসলাম মাসুদ, ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
শ্রদ্ধা জানাতে শেরপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকের এই দিনে আমরা কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করছি, যারা মাতৃভাষার অধিকার রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের আদর্শ অনুসরণ করতে।”
এ আয়োজনে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণে একটি সফল ও সুশৃঙ্খল কর্মসূচি সম্পন্ন করেন। সমাবেশ শেষে সকলে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.