আপন ঘর
খ ম জাহাঙ্গির হোসাইন
আপন বাড়ি-আপন ঘর
এক দিন হবে সবাই পর-
সময় শেষের কালে,
এতো আশা ভালোবাসা
কেউ রবেনা শেষ বিচারে-
থাকবে তুমি অসহায়ের হালে!
শৈশব থেকে যৌবন এলো
কখন আবার বৃদ্ধ হলো-
সবার সুখের আশায়,
সাথের মানুষ পুত্র কন্যা
এক দিন হয়তো অশ্রু বন্যা-
চোখের জলে ভাসায়!
হাজার জনের হাজার বায়না
মায়েই শুধু কিছুই চায়না-
বউয়ের মূখটা হয় যে ভারি,
ছেলের জুতো মেয়ের জামা
আসলো এখন কোন জামানা-
রাগলে বউয়ে যাবে বাপের বাড়ি!
সখের বাড়ি সুন্দর নারী
যেতে হবে সবই ছাড়ি-
থাকবে মাটির ঘরে,
মরার পরে আপন ঘরে
ভাগা ভাগি রাগা রাগি-
যা কিছু তোর রইবে পরে!
আপন স্বজন দুনিয়া দারি
যেতে হবে সবই ছাড়ি-
মরার পরে সবাই হবে পর,
সাদা কাপন সঙ্গে যাবে
যা কিছু তোর আমল রবে-
মাটির নীচেই হবে আপন ঘর!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.