২০২৫ সালের জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের সময়ে, আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচ এবং লেবাননে নিযুক্ত চীনা শান্তিরক্ষী বাহিনীর ২৩তম ব্যাচ জাতিসংঘের 'শান্তি পদক' লাভ করেছে। এতে প্রমাণিত হয়েছে যে চীনা সেনাদের বিশ্বের শান্তি রক্ষার দৃঢ় প্রতিশ্রুতি এবং বৃহৎ দেশের দায়িত্ববোধ।
আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচ গত বছরের ডিসেম্বরে মোতায়েনের পর, এ পর্যন্ত ইতোমধ্যে ১,৯৮০ ঘণ্টারও বেশি উড্ডয়ন, ৯ হাজারের বেশি মানুষকে স্থানান্তরিত এবং ৬৫০ টনেরও বেশি মালামাল পরিবহন করেছে।
আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচের সৈনিক লিউ তং বলেন, "জাতীয় দিবসের এই সময়ে জাতিসংঘের ‘শান্তি পদক’ পাওয়ায় আমি অনেক তাৎপর্যপূর্ণ বোধ করছি। এটি আমাকে অনেক উৎসাহিত করেছে।"
লেবাননে নিযুক্ত চীনা শান্তিরক্ষী বাহিনীর ২৩তম ব্যাচ গত ডিসেম্বরে মোতায়েনের পর, মোট ৪,২০০ বর্গমিটারের বেশি মাইনফিল্ড পরিষ্কার করেছে, ৬১টি মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ করেছে, এবং ৩,৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে।
সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.