মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ জুলাই ২৩ ইং শিক্ষক সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহআলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমাই সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু জহর লাল দত্ত,
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ভুইঁয়া, আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জিয়াউল কাউসার, আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন,ব্যবস্থাপক ন্যাশনাল ব্যাংক, বরুড়া শাখা- মোঃ মাজহারুল ইসলাম, মোঃ বজলুর রহমান, বড়ভাতুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী আবদুর রাজ্জাক, পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা- সেলিনা আক্তার।উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন মোঃ আবু সায়েম, বড়ভাতুয়া। এদিন অনুষ্ঠানে প্রত্যেক বক্তা মরহুম আবু তাহের এর স্মৃতি চারণ করে বক্তব্যে বলেন তিনি একজন মহানুভব দানবীয় ও সজ্জন ব্যাক্তি ছিলেন, তার নিকট কোন মানুষ কখনো খালি হাতে ফিরেনি, মহান এ ব্যাক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন। আলোচনা সভা শেষে শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.