বরগুনার আমতলীতে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১২ টায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
বিএনপি জামাত জোট সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিরাজমান শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের একাংশ এ শান্তি ও সম্প্রতি সমাবেশের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়ার সভাপতিত্বে সাকিব প্লাজার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম, মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবদুস সোবহান খান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.