সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে দু'দিন ব্যাপী মেলা আগামীকাল শেষ হবে।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিষদ চত্বরে মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.