বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান এর মাধ্যমে দিবসটি পালন করে।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুসরাত লিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদা আবেদীন জোসনার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম, এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান।শাহীনুর তালুকদার, কল্পনা বেগম সহ নারী নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় নারী নেত্রী নুসরাত লিমু বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বের দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে।মানবতার পথে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সারা বিশ্বের মতো আমাদের নারীরাও এখন অনেক এগিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এখন একটি অন্যতম আলোচিত বিষয়। পারিবারিক ও সামাজিক পরিমন্ডল ছেড়ে রাজনীতির জটিল ক্ষেত্রেও তাদের অবদান লক্ষণীয়,তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.