আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংশ দেবের স্মরণে শ্রীগুরু সংঘ আমতলী শাখা সংঘের উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে শ্রী গুরু সংঘের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়েছে।
এ উপলক্ষে শ্রী গুরু সংঘের আমতলী শাখার সভাপতি বাবু বিনয় কুমার দাস ও সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কর্মকারের নেতৃত্বে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আমতলী মদনমোহন জিওর মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে
শ্রীগুরু সংঘ আমতলী শাখার সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী কেন্দ্রীয় মদন মোহন জিওর মন্দির থেকে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মদন মোহন জিওর মন্দিরে গিয়ে র্যালিটি শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.