সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রাম থেকে মোসাঃ জেসমিন বেগম নামের এক নারী হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।
আজ ১৪ই মে বেলা ১২ টার সময়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী মোসাঃ জেসমিন বেগম (২৭) কে হলিউড সিগারেট এর প্যাকেটে ২৫ (পঁচিশ) প্যাকেট হেরোইন ও Vivo Y 17S মোবাইল ফোন সহ গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ৭গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মুল্য ৭০,০০০ (সত্তর) হাজার টাকা।
বরগুনার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.