বরগুনার আমতলীতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর মাদক বিরোধী অভিযানে পৌনে চার কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তুহিন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কোম্পানী অধিনায়ক র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,১৩/০৪/২০২২ইং তারিখ আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, বরগুনা জেলার আমতলী থানাধীন সাখারিয়া বাজার হইতে গলাচিপাগামী রাস্তার অনুমান ৩০ গজ দূরে পাঁকা রাস্তার উপর কে বা কাহারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রুবেল খাঁন(২২), পিতা-মোঃ বিল্লাল খান, মাতা-আসমা বেগম, সাং-সংকরপুর, ০৮নং মাদার বুনিয়া ইউপি, ০৫নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তাহার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ০৩ কেজি ৭০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,১১,০০০/- (এক লক্ষ এগার হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.