বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।
ছারছিনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন আহম্মদে (রঃ) ৭১ তম ও আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের (রঃ) ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়ে আজ শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস,ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে আসতে থাকেন।
আজ জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রঃ)। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.