আমরা ৯৩ কুমিল্লার বন্ধু রেজাউল
মোহাঃ জাহাঙ্গীর আলম
আমরা ৯৩ এর দক্ষ সংগঠক
বন্ধুর নামটা রেজাউল।
অন্তর দিয়ে মিশে বন্ধুদের সাথে
করে না কোন ভুল।
গ্রামের নাম উখারী
ইউনিয়ন রাজা মেহের।
কথা দিলে কথা রাখে
করেনা হেরফের।
কুমিল্লা জেলায় বাড়ি বন্ধুর
উপজেলা দেবিদ্বার।
মানুষ হিসেবে অনেক ভালো
আচরণ চমৎকার।
কথাবার্তায় মার্জিত বেশ
ভালো তাহার মন।
বেশিরভাগ সময় চিন্তা তাহার
বন্ধুদের উন্নয়ন।
বন্ধুদের বিপদ দেখলে রেজাউল
দাঁড়ায় বন্ধুদের পাশে।
৯৩ এর বন্ধুরা তাই
রেজাউলকে ভালবাসে।
আত্মীয়-স্বজন পরিবার-পরিজন
রাখে সবার খোঁজ।
বন্ধুদেরও সে যায় না ভুলে
খবর রাখে রোজ।
বন্ধুদের মধ্যে শান্ত রেজাউল
মানুষ চমৎকার।
তোমায় দেখে চূর্ণ হোক
সবার অহংকার।
গৌরব অহংকার করে না
সে সাদামাটা চলে।
সত্য ন্যায়ের পথিক সে
সত্য কথা বলে।
কর্মে পেশায় শিক্ষক বন্ধু
করেন শিক্ষাদান।
জাতি গঠনে রেখে চলেছে
বিরাট অবদান।
রেজাউল করিম সোহেল হলো
বন্ধুর পুরা নাম।
গুণে মানে ভালো বন্ধুকে
দেয় সবাই দাম।
শিক্ষক বন্ধু দুটোই মিলে
শিক্ষক বন্ধু স্যার।
এই সমাজে রেজাউলের মানের
মানুষ মেলা ভার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.