স্থানীয় সময় ২৩ জুন,সোমবার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত সদরদপ্তরে, নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিম্বাবুয়ের কিংবদন্তির সাঁতারু কাস্ট্রি কভেন্ট্রি। তিনি বিদায়ী প্রেসিডেন্ট থমাস বাখের কাছ থেকে আইওসি’র নেতৃত্বের প্রতীক ‘সোনার চাবি’ গ্রহণ করেন।
একই দিনে তিনি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে একটি একান্ত সাক্ষাৎকার দেন। আইওসি’র প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল গণমাধ্যমকে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অলিম্পিকের মূল্য ও চালিকাশক্তি বজায় রাখতে হবে। আমাদের দায়িত্ব হলো অলিম্পিক গেমস সুরক্ষা ও জোরদার করা। আমি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, আমার প্রথম কাজ হবে কমিটির সকল সদস্যের সঙ্গে আলোচনা করা। আমরা ভবিষ্যতের সাথে আরও ভালোভাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটি নতুন যাত্রা শুরু করব।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.