আমার গ্রাম
মনিরুজ্জামান হীরা
সবুজের গ্রাম যেনো ছবির মতন
ফুল ফল ছায়া দিয়ে করিছে যতন।
সারি সারি গাছে ভরা মেঠোপথ বন
পাখিদের গানে গানে ভরে যায় মন।
সাদাসিধে মানুষের গ্রাম জুড়ে বাস
মিলেমিশে পুরো করে সকলের আশ।
মায়া ঘেরা হাসিমুখে চলে সারাক্ষণ
নিজে বিধি গড়ে দিলো সুনিপুণ মন।
হিমশিতে কুয়াশায় চাষী ধরে হাল
ডিঙিনায়ে জলে ভেসে জেলে ফেলে জাল।
হুস-হাস কামারের লোহা পিটা খেলা
মাটি দিয়ে কুমারের শৈল্পিক মেলা।
শিশুদের উচ্ছ্বাসে মুখরিত পাড়া
ফেরি করা বণিকেরা করে পায়তারা।
দৌড়ঝাঁপ নাচানাচি স্কুল ছুটি হলে
মাঠে গিয়ে খেলা করে সবে দলে দলে।
শাপলা শালুক ফোটে নদী খাল বিলে
পুকুরে সাঁতার কাটে খোকা খুকি মিলে।
জারি সারি ভাটিয়ালি ভাসে মেঠো সুরে
প্রাণ ভরে, কারুময় এই গ্রাম ঘুরে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.