সেন্টু রঞ্জন চক্রবর্তী
মন্দির চেয়ে শ্রেষ্ঠ আমার জন্মভূমি
দেবদেবী প্রার্থনা নগণ্য তার কাছে,
তারেই দেবতা মানি তারেই প্রণমি
তার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাহি আছে।
শীতল আঁচলে তার আমার পৃথিবী
পরম আদরে স্নেহে দেখেছি দুনিয়া,
আমার প্রার্থিত আশা তার কাছে সবি
সার্থক জনম আমার সার্থক হিয়া।
ত্রিভূমে অনন্যা তুমি নেই যে তুলনা
স্বর্গ বলে যদি কিছু থাকে দুনিয়ায়,
তোমার চরণে যাচি আমার বন্দনা
তোমার পরশ বিনে আমি অসহায়।
আমার অঞ্জলী রাখি তোমার চরণে
পরম পরশ তব দিওগো মরণে।
(আগরতলা ১৩/১০/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.