
আমার মনের দাম
প্রিয়দর্শী মজুমদার
চলেছিলেম মাড়িয়ে ধুলো ছোট্ট সুখের খোঁজে
যেথায় গেলে মনটা দিয়ে আমাকে কেউ বোঝে
পথে যেতে আঁধার নামে, সামনে কঠিন বাঁক
চঞ্চল মন ভাবলো হঠাৎ যাবো? নাকি থাক!
ফিরে গেলে হাসবে সবে, ভাঙবে আমার জাঁক
দৃঢ় পদে এগিয়ে পড়ি, সামনে কঠিন পথ
একাই আমি হেঁটে চলি, নেই যে সোনার রথ
চেনা পথের ধূসর ছবি রইলো পরে পিছে
মনের কদর নেইকো যেথা, সেথা থাকা মিছে
পথশেষে পাবো ঠিকই আমার মনের দাম
থামা না আর কোনোমতে ঝরুক যতই ঘাম
কঠিন খোলে কোমল মন, সত্যি, এটাই আমি
তবুও জানি, হবো ঠিকই কারুর কাছে দামি
মনের দামের খোঁজে আমি বন্ধুর পথ-বাঁকে
চিনবে আমায় যে জন শুধু খুঁজে ফিরি তাঁকে
এগিয়ে চলি পথে আমি, সাথে এগোয় সময়
মনের জহুরি তুমি, ওগো, পাবো খুঁজে তোমায়?
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.