আমিও প্রতিদিন প্রেমে পড়ি কবি
আমি প্রতিদিন মনেরে জাগাই।
এ যাত্রায় তোমায় ভেসে যেতে দেখি মন মোহনায়।
ফুঁসে উঠে বারিধির জল, সৃষ্টি হয় ঢেউ
অবেলার দূর্বল এই ঢেউ পারে না ডিঙ্গাতে
মোহনার বিশাল ধুধু বালুচর।
আধেক তার চুষে নেয় বুভুক্ষু বেলাভূম,
বাকিটা ফিরে যায় আপনাতে হতাশার নীল বেদনায়।
অত:পর বুকের অলিন্দে শুরু হয় তোলপাড়
উথালপাতাল উতরোল ঢেউ ভাসাতে চায় উপকূল,
অগণন শব্দ সলিলে তৈরী হয় শব্দব্যাঞ্জন
ইহাকেই হয়তো কবিতা বলে কেউ।
আমি আবারও ফিরে আসি বন্ধু
ভেজাতে প্রেমিকের প্রাণ,
ফিরে আসি আবারও পারি না যখন
ছুঁইতে তোমার তপোধন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.