আমি এখনো স্বপ্ন দেখি
এখনো বিশ্বাস করি
এ অন্ধকার কেটে নতুন ভোরের সূচনা হবেই,
আকাশে ঝড় ও মেঘের ঘনঘটা যতোই থাকুকনা কেনো
সেটি তিরোহিত হবেই।
ওই যে আকাশে শুকুন দেখছেন
ভাগাড় ভেবে আমার মানচিত্র ঝাফটে ধরে আছে
ঠোঁটে সান দিচ্ছে মাংস খুবলে খাবে বলে,
প্রত্যেকটা শুকুন সহসাই ভুলুন্ঠিত হতে বাধ্য হবে
কেননা, সাহসি পৃথিবী জেগে উঠেছে।
মাটিতে কানপেতে শুনুন
পৃথিবীর কাঁধ হতে অত্যাচারীর খর্গ ছুড়ে দিতে
আকস্মিক ভূমিকম্পের নীরব আয়োজন অনেকটাই পাকাপাকি,
সহজ সরল নিষ্পাপ নারী পুরুষের আর্তনাদে
আকাশে বিধ্বংসী তান্ডবের প্রস্তুতি স্পষ্ট।
আমি কবিকে বিশ্বাস করি
কবিতাকে বিশ্বাস করি,
তাই -
অপেক্ষার প্রহর গুনি নিভৃতে
আগামী এ পরিবর্তনের জন্য কবিতাই হয়ে উঠবে আমাদের মুক্তির শেষ অগ্নিমন্ত্র।
(আগরতলা ১০/০৩/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.