আমি তোমার ছিলাম
জান্নাতুন নাঈম
জীবনের প্রথম আলিঙ্গনে
আমি তোমার ছিলাম ,
সকালের শুভ্র হাওয়ায় দোলাচলে
আমি তোমার ছিলাম।
দুপুরের খাঁ খাঁ রোদের তাণ্ডবে
আমি তোমার ছিলাম ,
বিকেলের শুভ্র হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম।
সন্ধ্যার অগ্নি ঝরা গ্রীষ্মের তাপদাহে
তখনও আমি তোমার ছিলাম,
বিষন্ন রাত্রির কুপের আলোতে
আমি তোমার ছিলাম।
জীবনের কঠিন আয়োজনে
আমি তোমার ছিলাম,
জীবনের প্রতিক্ষণে সুখে ও দুঃখে
আমি তোমার ছিলাম।
বৃষ্টি ভেজা সন্ধ্যায় সুখের স্মৃতিক্ষণে
আমি তোমার ছিলাম,
তোমার রিক্ত হস্ত দিনগুলোতে বন্ধুর ন্যায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের চরম বোকামির দন্ড হয়ে
আমি তোমার ছিলাম ,
ভালোবাসার আঙিনায় শুভ্রফুলের লতায়
আমি তোমার ছিলাম।
জীবনের বসন্ত বাতায়নে হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের প্রতি মুহূর্তের বেদনায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের লক্ষ্যপথে নিরাপত্তার ছায়া হয়ে
আমি তোমার ছিলাম ,
জীবনের অগ্নিঝরা কষ্টের দিনগুলোতে স্বপ্ন হয়ে
আমি তোমার ছিলাম।
তোমার প্রতি মুহুর্তের ছেলেমানুষি আচরণে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কামনা বাসনার সন্ধীক্ষণে
আমি তোমার ছিলাম।
তোমার জীবনে বিনোদনের অনুষঙ্গ হয়ে
আমি তোমার ছিলাম,
অন্ধকারে ঢাকা রাত্রির চাদরে
আমি তোমার ছিলাম।
জীবনে একাকিত্বের চরম যন্ত্রণার পাশে
আমি তোমার ছিলাম ,
যখন তোমার কেউ ছিলনা পাশে
আমি তোমার ছিলাম।
তোমার নিজেকে হারিয়ে ফেলার দিনগুলোতে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কঠিন পরিসমাপ্তিতে
আমি তোমার ছিলাম।
তোমার দম্ভের কালো নিবিড় অন্ধকারে
প্রেমিকা নয়,বন্ধু হয়ে পাশে ছিলাম
আমি তোমার থাকবো।
তোমাকে ভালোবেসে বিলিয়ে দিয়ে নয়
চিরন্তন অভ্যাসবশত মনের মায়ায়,
দূর থেকে দূরে, দৃষ্টির সীমানার বাহিরে
সমৃদ্ধির বাতাস বয়ে অলিখিত অগোচরে
শুভকামনায় আমি তোমার থাকবো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.