আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মেহরাজ হোসেন কৌশিক নামের কুমিল্লার বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।
সে পোম্বাইশ বড় বাড়ির মোঃ মোকতার হোসেনের একমাত্র ছেলে।
সে ১২ ই জানুয়ারি ২০২৪ আমেরিকার লস অ্যাঞ্জেলস এর ক্যালিফোর্নিয়া সিটিতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
একজন মেধাবী, স্বপ্নবাজ ও সদা হাস্যজ্জল তরুনের অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
কৌশিক ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলসের প্রধান ক্যাম্পাসে "বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট" নিয়ে অধ্যয়নরত ছিল।
গত বছরের জানুয়ারি মাসে এই মেধাবী ও স্বপ্নবাজ তরুণ বাবা মায়ের স্বপ পুরনের জন্য আমেরিকা পাড়ি জমায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.