মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
রোববার ১৩ এপ্রিল সকাল ৯ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে “আর্থিক ব্যবস্থাপনার ক্রটি-বিচ্যুতি ও অনিয়ম দূরীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম ও অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা।
পুলিশ হেডকোয়ার্টার্সের অডিট শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থা গড়তে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এতে আরএমপিসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের মোট ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.