আরব দেশের সর্প
আব্দুস সাত্তার সুমন
আরব দেশের বসতবাড়ি
সর্প রাসেল ভাইপার,
আতঙ্কে আজ বাংলাদেশে
জনগণ যে হাইপার।
শত বছর পূর্বে ছিল
বিলীন উপজাতি!
কৃষক চাষা, জেলে মাঝি
হচ্ছে জীবন ক্ষতি।
অতি বিষের ওষুধ নাই যে
অকপটে মরে,
হাজার মাইল পাড়ি দিয়ে
আসল কেমন করে?
কৃষি খাতের ধ্বংস হচ্ছে
দেশের চাবিকাঠি,
গজব নাকি ষড়যন্ত্র
কারা ঘুরায় লাঠি?
প্রভু তুমি জানো ও সব
পানাহ দিতে পারো,
সকল মানব রক্ষা করো
বাঁচাও কিংবা মারো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.