"সবাই মিলে একসাথে, ইফতার করি হাসিমুখে" উক্ত স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে "আলোকিত পোম্বাইশ" সামাজিক সংগঠনের পক্ষ থেকে গ্রামের অসহায় দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্রামের অসহায় দরিদ্র মানুষের নানান সাহায্য সহযোগিতার অংশহিসেবে প্রতিবারের ন্যায় এবার আলোকিত পোম্বাইশ ইফতার সামগ্রী (ছোলা, ডাল, চিনি, খেজুর, মুড়ি, সয়াবিন তেল, পেয়াজ, আলু, সিদ্ধ চাল) প্রতিটি পরিবারে প্রদান করা হয়।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কলিম উল্লাহ, ডিরেক্টর, কর্পোরেট ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, সংগঠনের সভাপতি সাব্বির হাসান দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান মিজানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল মান্নান, মো: মনির হোসেন (প্রবাসি) আবুল হাই, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ নাছিম, সহ সাধারন সম্পাদক টিপু সুলতান, সহসভাপতি রাসেল মাহমুদ, অর্থসম্পাদক রিয়াজ, সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য শুভ সহ সংগঠনের সংগঠনের অন্যান্য সেচ্চাসেবকগন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.