আলো আঁধারে
রাখী শিরিন
এই যে আঙুলের কাছে স্পর্ষ রেখে
এক আকাশ দূরত্বে থাক,
আমিও তো নিঃশ্বাসের মত অগোছালো-নিয়মিত।
ছায়ার মত, পথের মত
কাছাকাছি,পাশাপাশি-
ছোঁয়া নেই, কথাও নেই
তবুও তো মুক্তি নেই-
আলো আঁধার সবটাতেই
দুজন ঠিকই মিশে থাকি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.