স্টাফ রিপোর্টার
আল-আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া আবু নাছের শারমিনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ঃ০০ ঘটিকার সময় তিনি গুলশান ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে। মরহুমের জানাজা কোথায় কখন হবে সে বিষয়ে পরিবার থেকে এখনো জানানো হয়নি। আজ দুপুরেই বিএনপির মহাসচিব মির্যা ফখরুল আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।
তিনি বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা'র আজীবন সদস্য ও উপদেষ্টা।
তিন কুমিল্লা ৮ বরুড়ার সাবেক সংসদ সদস্য একেএম আবু তাহের এর ছোট ছেলে ও
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এর আপন ছোট ভাই। বর্তমানে তিনি দেশে বাহিরে আছেন। আজ রাতেই দেশে ফিরে জানাজা ও দাফন বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.