আশীর্বাদ
সানজিদা সারবিন তুহিন
ছোট্ট খোকন দিনে দিনে
হচ্ছে তো বেশ বড়,
জীবনজুড়ে থাকুক ভরে
কাঙ্খিত সেই আলো।
চলার পথের অন্ধ গলি
ছড়ানো সব কাঁটা,
দূর হয়ে যাক শত যোজন
গলে পড়ুক শুভ্র ফুলের মালা।
পরিবারে এক এক করে
ফুটলো ছয়টি ফুল,
হৃদয় বীণায় উঠলো বেজে
ভালবাসার সুর।
সবচে'প্রিয় হারিয়ে পেলাম
যখন যাদু তোকে,
পণ করেছি পিতৃশোকে
পড়বোনাতো ভেঙে।
তোদের নানা তোদের সাথে
রক্তে আছেন মিশে,
রসূল নামের রশি ধরে
চলরে একই পথে!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.