আষাঢ়ের শুভেচ্ছা
গৌতম মণ্ডল
বৃষ্টি ভেজা আষাঢ়ের
শুভেচ্ছা পাঠালাম
কদম পাতার খামে ৷
দুই হাত দিয়ে
খুলে দেখো তুমি -
দেখতে পাবে
না পাওয়া ব্যথার
সব কান্না গেছে থেমে ৷
সব কান্না গেছে থেমে ৷
খিল্ খিলিয়ে উঠছে হেসে
বৃষ্টি ফোঁটার মুখ ৷
বলবে তোমায় আদর করে
কীসের এতো দুখ্ ?
এমন করে ডাকলে আমায়
না এসে কি পারি ?
এইতো এলাম, তোমার কাছে
কদিন থাকবো তোমার বাড়ি ৷
গান শোনাবো মিষ্টি সুরে
নাচবো দু'হাত তুলে ৷
বলবে তুমি --
কোথায় ছিলে ? দুষ্টু সোনা !
আমার কথা ভুলে ?
আমি ছিলাম পাহাড় দেশে
তোমার থেকে দূরে ৷
ঝরিয়ে সেথায় তৃষ্ণার জল
আবার এলাম ঘুরে ৷
ভাবছো তুমি দুষ্টু আমায়?
আমার অনেক ঘর ৷
সবাই কে আদর জানাই
নইকো কারোর পর৷
আমি নইকো কারোর পর৷
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.