সৌমেন্দু লাহিড়ী
(বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত)
নকল বসে মঞ্চ পরে
আসল ঘুরে মরে,
নকল মালের ভীড়ের মাঝে
আসল চাপা পড়ে।
তাই সাধু সাবধান থাক ব্যবধান
নকল মানুষ থেকে,
নকল মানুষ মিথ্যে ফানুস
উড়ায় হেঁকে ডেকে।
ভুয়ো ডক্টর যায় দেখা যায়
কত মঞ্চ পরে,
ফেক উপাধি নিয়ে অনেকে
আসলের ভান করে।
কত কায়দায় মঞ্চ কাঁপায়
নিজেও কাঁপে জোরে,
হাত-পা ছুঁড়ে লেকচার দেয়
অতি উচ্চস্বরে।
দেখছি যা তাই বলছি তোমায়
মিথ্যে কথা নয়,
নকল মানুষ আসল সেজে
এই সমাজেই রয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.