সৌমেন্দু লাহিড়ী (পশ্চিমবঙ্গ, ভারত)
আয়রে কে যাবি যুদ্ধে আয়...
এ নয়রে যেমন তেমন যুদ্ধ
কিম্বা ক্রুসেড ধর্মযুদ্ধ,
এ যুদ্ধ জগতে বাঁচার যুদ্ধ,
শুদ্ধ চিত্তে আয়রে আয়,
আয়রে কে যাবি যুদ্ধে আয়।
শোষক শোষিত সমাজ মাঝারে
শোষকের দল নির্বিচারে
মোদের চুষছে রক্ত করছে ছিবড়ে
প্রতিবাদী স্বর উঠেছে তাই,
আয়রে কে যাবি যুদ্ধে আয়।
কতদিন আর চলবে এভাবে,
এভবে মানুষ মরবে অভাবে,
চিরকাল এই বৈষম্যের
অবসান আজ ঘটাতে তাই,
আয়রে কে যাবি যুদ্ধে আয়।
অত্যাচারীদের অত্যাচারে
পীড়িত মানুষের হৃদ মাঝারে
দীর্ঘদিনের ক্ষোভ হতে আজ
যুদ্ধ দামামা বেজেছে তাই,
আয়রে কে যাবি যুদ্ধে আয়।
শাসক-শাসন যখন যেখানে
যেমনই শোষণে কনভার্ট হয়,
নিপীড়িতদের রক্ত তখন
ক্রমে ক্রমে উৎতপ্ত হয়,
আয়রে কে যাবি যুদ্ধে আয়।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.