১৭ই অক্টোবর ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত (বুধবার) ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। চীনের ফার্স্ট লেডি এবং ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষার বিশেষ দূত মাদাম ফেং লি ইউয়ান এতে অভিনন্দন ভাষণ দিয়েছেন।
ফেং লি ইউয়ান বলেন, মেয়ে শিশু ও নারীর শিক্ষা তাদের বৃদ্ধি ও উন্নতি, হাজার হাজার পরিবারের কল্যাণ ও বিশ্বের ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিভিন্ন পক্ষকে ব্যাপকভাবে তাদের স্বাস্থ্য শিক্ষা ও ডিজিটাল শিক্ষা বেগবান করা, নারীর সম্মুখীন বৈজ্ঞানিক শিক্ষা উন্নত করা, আরো বেশি নারী স্বাস্থ্যের মান ও ডিজিটাল মান উন্নয়নে সাহায্য করা এবং নতুন যুগে নারীর শিক্ষা ও উন্নয়ন শক্তিশালী করার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, চীন সবসময় মেয়ে শিশু ও নারীর শিক্ষা ক্যারিয়ারের ওপর গুরুত্ব দেয়। ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষার বিশেষ দূত হিসেবে তিনি সবার সঙ্গে বিভিন্ন পক্ষের শক্তি সংযুক্ত করে অব্যাহতভাবে লিঙ্গ-সমতা বাস্তবায়ন করা এবং বিশ্বের নারীদের ক্যারিয়ার উন্নত করার জন্য চেষ্টা করতে চান।
সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.