পাই যে আমি ব্যাথা
দুর্নীতিবাজ যখন বলে
নীতি নিয়মের কথা,
অবাক তখন হই
তারাই আবার শান্তির মুলে
টানে লাঙ্গল মই।
রক্ত আমার টগবগিয়ে উঠে
যখন শুনি চোরের মুখে
মিথ্যার খৈ ফুটে,
ইচ্ছে করে তখন
ঝাঁটাপেটায় তাড়িয়ে দিয়ে
মুখে ঘসি ঘুটে।
চরিত্রহীন সবার প্রিয়
ফুলের চাইতেও খাঁটি
যখন শুনি কানে,
ইচ্ছে করে দু 'কান কেটে তার
কান কাটা নাম লিখে দেই
ছড়িয়ে সকলখানে।
(আগরতলা. . . ۔ 17.11/22)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.