মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। ২৩ জুন (রবিবার) দুপুর ১টার দিকে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ-জনতাগঞ্জ বাজারে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মৃগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জিল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদকের চালান পাচারকালে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এতে মঞ্জিল মিয়ার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।
মঞ্জিল মিয়ার বড়ভাই সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দীন জানান, আমার ছোট ভাই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলায় মঞ্জিল মিয়া কে হত্যা করার উদ্দেশ্যে তার দোকানে এসে হামলা করে মাদক ব্যবসায়ী মৃত আজিজ মিয়ার ছেলে মোঃ স্বাধীন মিয়া, মৃত নাহের আলীর ছেলে নিজাম মিয়া ও দেলোয়ার হোসেন দিলু, মৃত নাইম মিয়ার ছেলে জাহাঙ্গীর সহ ১৫-২০ জন।
তিনি আরও জানান, মঞ্জিল মিয়াকে এখন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.