ইন্টারনেট
লায়ন মো. গনি মিয়া বাবুল
ধরা যায় না, ছোঁয়া যায় না নিরাকার
তোমায় ছাড়া জীবন-জীবিকা অচল হাহাকার,
তুমি আছো সবই আছে, সবাই কাছে
তোমায় ছাড়া ফেসবুক টুইটার সবই মিছে।
স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে
তুমি আছো মিশে অগ্রযাত্রায় একসাথে,
ডিজিটাল বাংলাদেশ তোমায় ছাড়া নয়
প্রতিনিয়ত একসাথে আমরা করবো বিশ^জয়।
ব্যবসা-বাণিজ্য অগ্রগতি উন্নয়ন
রাত দিন সর্বক্ষণ তোমায় প্রয়োজন,
বিদ্যুৎ পানি গ্যাস ভ্যাট
চালিকা শক্তি তুমি ইন্টারনেট।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.