জাহিদুল ইসলাম নয়নঃ
চট্টগ্রাম'র বাশঁখালীতে ৪২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলসহ ০২ জন আসামি গ্রেফতার।চট্টগ্রাম বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউপিস্থ ০৬নং ওয়ার্ড পেকুয়া টু চট্টগ্রাম পাকা সড়ক কাটা নাসির পুলের উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তা উপর চেকপোষ্ট করে অভিযান পরিচালনা করে ১।মনির আহমদ (২৬),পিতা-মীর আহমদ, মাতা-জয়নব বিবি,সাং-সেগুন বাগিচা, খুটাখালী, ০৬নং ওয়ার্ড, খুটাখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা– কক্সবাজার, ২।লতিফ আলী, পিতা-মৃত সোলতান আহমদ, মাতা-খোতেজা বেগম,সাং-পূর্ব নওদা বাস,০৮নং ওয়ার্ড, নওদা বাস ইউপি,থানা-হাতিবান্ধা,জেলা লালমনিরহাটদ্বয়কে ৪২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.