লিলি: চীন এবং ইরিত্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসায়াস আফওয়ের্কি সিজিটিএনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি চীন ও ইরিত্রিয়ার সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়ন, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং চীন-আফ্রিকা সহযোগিতা জোরদার করা নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীন ১৯৪৯ সালে স্বাধীন হওয়ার পর ইরিত্রিয়ার জনগণের স্বাধীনতা অর্জনের অধিকারকে সমর্থন করেছে, যা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। দেশ ও জনগণের স্বাধীনতা হলো সকল সহযোগিতার ভিত্তি। শুধুমাত্র চীন-ইরিত্রিয়া সম্পর্কের ক্ষেত্রে নয়, বরং নয়া বিশ্বব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো উচিৎ। এটি মানব জাতির নতুন দায়িত্ব।
বর্তমানে কোনো কোনো দেশ চীনের উন্নয়নকে হুমকি হিসেবে চিহ্নিত করে আসছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ইসায়াস বলেন, ইতিহাসে বৈশ্বিক ভারসাম্যহীনতা, স্থানীয় দ্বন্দ্ব, বিশ্বযুদ্ধ এবং চলমান প্রতিদ্বন্দ্বিতা বিশ্বে আধিপত্য বিস্তার করতে চাওয়া অল্প কিছু লোকের আদর্শ। এটাই আধিপত্যবাদ। চীনের অর্জন বিশ্বকে দেখিয়েছে যে খেলার নিয়ম পরিবর্তন হয়েছে। বিশ্ববাসীকে একত্রে কাজ করতে হবে। নতুন বিশ্বব্যবস্থার ভিত্তি হল সহযোগিতা, পরিপূরকতা এবং যৌথ প্রচেষ্টা - আধিপত্য নয়।
আফ্রিকার উন্নয়নে চীনা সাহায্যের প্রশংসা করে প্রেসিডেন্ট ইসায়াস বলেন, গত কয়েক দশক ধরে চীন আফ্রিকার উন্নয়নে সাহায্য করে আসছে। আগামীতে চীন ও আফ্রিকার ঐক্য ও সংহতি আরও শক্তিশালী হবে এবং উভয় পক্ষ আফ্রিকার প্রান্তিকতা থেকে মুক্তির লড়াইকে আরও এগিয়ে নিতে পারবে।
সূত্র: লিলি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.