স্টাফ রিপোর্টার
কুমিল্লায় ইষ্টার্ন ইয়াকুব প্লাজা শপিংমল এর সভাপতি নির্বাচিত হওয়ায় মঞ্জুর আলমকে আমরা ৯৩ বন্ধুদের শুভেচ্ছা নিবেদন।
শুক্রবার সন্ধ্যায় ইষ্টার্ন ইয়াকুব প্লাজা শপিংমল এর মালিক সমিতির কার্যালয়ে এস এস সি ৯৩ এর বন্ধু সংগঠন 'আমরা ৯৩' মঞ্জুর আলমকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময়, মোঃ রেজাউল করিম সোহেল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, ডাঃ হাছান মাহমুদ ইকবাল, মোঃ বেলাল হোসেন, পুলিশ কর্মকর্তা আবুল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ শফিকুর রহমান, তাছলিমা আক্তার শাকি, জেসমিন কাকলী, রোকসানা মোশারফ, ফাতেমা খন্দকার, সুমন, কামরুল ইসলাম, নুরজাহান সীমা, ফয়সাল, সোহাগ মাহফুজ, সেলিম, আবুল কালাম, সৈয়দ মিজানুর রহমান, আনোয়ার সহ প্রমুখ।
পরে মিষ্টি, চটপটি, ফুসকা ও ফটোসেশান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.