করোনা মহামারির কারণে গত কয়েক বছর ঈদ কেনাকাটা মোটেও জমেনি। এবার অবশ্য ভিন্ন চিত্র। ঈদ এর বাকি এখনো অনেক সময় তারপর ও ক্রেতাসাধারণের উপস্থিতিতে শপিং মল ও আশপাশের মার্কেটগুলো তত মুখরিত হয়ে উঠছে। নতুন সাজ-পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা অপেক্ষায়। আর ভিড় জমিয়ে এরই মধ্যে এসব পণ্য কিনতে শুরু করেছে ক্রেতা। বেচাকেনা জমে ওঠায় ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। আজ রাজধানীর সুভাস্ত নজর ভ্যালী শপিং মল ও মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সুভাস্ত নজর ভ্যালী মার্কেটের মাদার জোন টেকনোলোজী দোকানের সত্বাধীকারী জাহিদুল ইসলাম মুক্তির লড়াই কে বলেন করোনার কারণে গত কয়েক বছর ঈদে বিক্রি অনেক কম ছিল। এখন বিক্রি বেড়েছে। সন্ধ্যার পর ক্রেতারা বেশি আসেন। জামা কাপড় এর পাশাপাশি অনেকে নতুন মোবাইল ফোন ক্রয় করছেন এবং পুরাতন মোবাইল ফোন কে নতুন রূপ দিচ্ছেন। কাস্টমার এর উপস্থিতি থাকার ফলে সকল দোকানে বেচাকেনা গভীর রাত পর্যন্ত চলছে।’
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.