প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৮:০১ পি.এম
ঈদের কেনাকাটা

আব্দুস সাত্তার সুমন
দাম বেড়েছে মাথায় হাত
ঈদ কেনাকাটায় কুপোকাত।
গরমের ভিড়ে যায় না যাওয়া
যুদ্ধের ময়দান গরম হাওয়া।
ডিসকাউন্টে দিচ্ছে ধোঁকা
ক্রেতা তাতে হচ্ছে বোকা।
যেটা ধরি সেটাই দামি
কিনবো কিরে এখন আমি।
কোথায় থেকে আনবো ভাই
অল্প টাকার চাকরি তাই।
সবি খাতে হচ্ছে মন্দা
ব্যবসায়ীদের নতুন ধান্দা।
বিশ্বের বাজারের খোঁজ রাখি
মগের মুল্লুকে আমি থাকি।
মধ্যবিত্ত যারা আছে
আত্মসম্মান তাদের কাছে।
যাবে না তারা কারো দুয়ারে
অবহেলিত এই শহরে।
পরিবারবর্গ আশায় রবে
নতুন পোশাক ঈদে হবে!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.