মো: নাজমুল হোসেন ইমন,
স্টাফ রিপোর্টার
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার হোসনী দালান থেকে থেকে র্যালি শুরু হয়ে চাঁনখার পুল, বকশিবাজার, চকবাজার, নাজিমুদ্দিন রোড প্রদক্ষিণ করে পুনরায় হোসেনী দালান এসে সমাপ্তি হয়।
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর পবিত্র জন্মবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার উদ্যোগে এই র্যালিতে নবী ভক্ত শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
র্যালির অগ্রভাগেই দৃষ্টিনন্দন সবুজ পতাকায় কালিমা লিখা হাতে অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন। পুলিশি নিরাপত্তা ও বাংলাদেশ স্কাউটস্ সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খল ভাবে র্যালিটি শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আফতাব হোসেন নাকাভী, মীর আশরাফুল আলম এবং সংগঠনের সভাপতি মোঃ আবু মুসলিম বিন হাই বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি আবু মুসলিম বিন হাই সংবাদ মাধ্যমকে জানান, মহানবীর (সাঃ) দুনিয়ায় শুভাগমন আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখিয়েছে। তিনি জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত।
মাওলানা সৈয়দ আফতাব হোসেন নাকাভী বলেন, শান্তি, সাম্য, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করাই ইসলাম তথা প্রিয়নবীর (সাঃ) মূল আদর্শ।
তিনি আমাদেরকে ত্যাগ, পরমসহিষ্ণুতা, যোগ্য মর্যাদা দেওয়া শিখিয়েছেন। তিনি মানুষের জন্য আদর্শ। আমাদের ব্যাক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তার জীবনী অনুসরণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.