ঈদ মোবারক
অপূর্ব কুমার পাল
পবিত্র রমজানের হল শেষ।
আজ দেখা যায় ঈদের চাঁদ,
কাল সবার খুশির সমাবেশ।
মরুতটের শতযোজন পারায়ে,
শুষ্ক বালুতটে রূধির ধারা ঝরায়ে,
আসল পবিত্র ঈদ-উল-ফিতর।
দরিদ্র আর ধনীতে,
মিলিল একসাথে,
সওগাত আনে মিলনমেলাতে,
সাকীবে জামে আজ দিলদার।
উছল আবেশে হাজার প্রাণ,
খুশীর পিউকাঁহা গাইছে গান,
নিশীথ জাগে আজ সাথে,
আনন্দের কলতান।
দান কর তারে,
যার নাই, কিছু নাই;
ছাড়ো বিদ্বেষ,
হিংসার রোশনাই।
দ্বিতীয়ার চাঁদ এনেছে বিধান,
করো দান করো দান
ক্ষুধার অন্ন করো দান;
নিরন্নকে করো মহান।
তোমার যা কিছু আছে,
ভাগ দাও তার বঞ্চিতের মাঝে,
আপন প্রয়োজন ছাড়া,
উদ্বৃত্তে, নেই তোমার অবদান।
পথে গাও আজ গৌরবেতে
ঈদ মোবারক,আসসালাম।
সকলের হাতে দাও অনুরাগ,
কোরবানি দাও আপন কিবর,
দিলদার হও এই কুন্ঠিত জগতে,
নামাজের রাখো দাম।
দাও ফজরের আযান;
দাও যোহরের আযান;
দাও আসরের আযান;
দাও মাগরিবের আযান;
দাও এশারের আযান;
আদায় করো জুম্মার নামাজ।
জাজাকাল্লাহ আল্লাহ রাসূল,
নামাজ,জিকিরে থাকো মশগুল।
দেখছেন তিনি যা কিছু বে-ঈমান,
তিনি সর্বশক্তিমান।
কেয়ামতের দিন আসবে যেদিন,
হিসাব তোমার মিলবে সেদিন,
আল্লাহ রাসূল-
জপ তাঁর নাম।
আল্লাহ তত্ত্ব জেনেছ কি তুমি?
তিনি সর্বশক্তিমান।
আল্লাহ্ রাসুল,
জপ তাঁর নাম।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.