ঈদ
বিধান চন্দ্র দেবনাথ
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
ঈদ মানে বাঁকা চাঁদ
আকাশেতে দেখা,
ঈদ মানে আপনজন
একসাথে থাকা।
ঈদ মানে নতুন জামা
মেহেদী রাঙ্গানো হাত,
ঈদ মানে হিন্দু মুসলিম
নাই ভেদাভেদ জাত।
ঈদ মানে পিঠা পুলি
আর মাংস ভাতে,
ঈদ মানে আত্মীয় স্বজন
কাটাই একসাথে।
ঈদ মানে বন্ধু বান্ধব
পাঞ্জাবি টুপি পড়ে,
মসজিদে দল বেধে গিয়ে
ঈদের নামাজ পড়ে।
ঈদ মানে হাসি খুশি
আর ভালোলাগার নাম,
ঈদ মানে আনন্দ উল্লাস
ভালোবাসার গান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.