মোঃ শাকিব রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন ঘোষণার পর ঈশ্বরগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,“বিএনপি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি তা জনগণের সেবার মাধ্যমে প্রমাণ করতে চাই। ঈশ্বরগঞ্জবাসীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”স্থানীয় নেতারা মনে করছেন, দীর্ঘদিন দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এবং তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান থাকার কারণে বাবু এবার দলের মনোনয়ন পেয়েছেন।স্থানীয় রাজনৈতিক মহল বলছে, লুৎফুল্লাহেল মাজেদ বাবুর প্রার্থিতা ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.