পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে টাকা লেনদেনের জের ধরে তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ঈশ্বরদীর মশুরিয়াপাড়া কামারপাড়া এলাকায় ওই তিন সন্তানের জননী ময়না বেগমের মৃত্যু হয়। তিনি পৌর এলাকার মশুরিয়াপাড়া কামারপাড়া মহল্লার রেজাউল করিমের স্ত্রী। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না বেগমের ছেলে মমিন হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী রনি হোসেনের স্ত্রী মোছাঃ শিলা বেগমের সাথে ২০০০ টাকা লেনদেন নিয়ে আমার বোন নিশির সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি হোসেন ও শিলা বেগম আমার বোন নিশিকে মারধর করে। পরে আমি এবং আমার ছোট ভাই বিষয়টা জানতে গেলে আমাদের উপর চড়াও হয়ে মারধর করে। রাতে আমার মা মারধরের কারণ জানতে গেলে রনি হোসেন ও তার স্ত্রী শিলার পক্ষ নিয়ে একই এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর হোসেন আমার মাকে গালিগালাজ করে। একপর্যায়ে জাহাঙ্গীরের সঙ্গে থাকা ইমরান, আলমগীর, সুজন, আসিফ, আকাশ আমার মাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে মাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বানেশ্বর এলাকায় আমার মা মারা যায়। এদিকে নিহতের আরেক ছেলে রিপন হোসেন বলেন, আমার মায়ের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.