কি এক দুঃসময় এসেছে নেমে পৃথিবীর বুকে
মানবতার বিপর্যয়,মৃত্যুর মিছিল,স্বজন হারানোর শোক,
প্রাণের বিনাশ দিয়ে লেখা ইতিহাসের কালোকাল,
পাথরে গড়া সভ্যতা পাথরেই চাপা পরে আছে
পৃথিবীর গরিমা নিমিষেই ভুলুন্ঠিত, ধূলিসাৎ অহংকার
আর্তের আর্তনাদে আকাশ ভারী হয়ে আছে
প্রকৃতির হাতে সৃষ্টিটাই মাটির পুতুলের মতো ভীষণ অসহায় আজ।
একসাথে এতো মানুষ বিপদগ্রস্ত হতে এর আগে কোনোদিন দেখেনি পৃথিবী
নির্মম পরিহাস, দুর্ভাগ্য, করুন পরিণতি
সামুষ্টিক ক্ষতির ভার মানুষের মাথায় উঠেছে অলক্ষ্যে,
থেমে গেছে প্রাণবন্ত পৃথিবীর গতি,
মাটিচাপা পরে আছে তুরস্ক-সিরীয়া
প্রকৃতির হাতে মানুষের নিষ্ঠুর পরাজয়
অভিভূত তুমি আমি সবে
আরেকবার তাকিয়ে দেখলাম ঈশ্বরহীন পৃথিবী।
(আগরতলা ২৭/০২/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.