৫ ডিসেম্বর বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানান, যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সমস্যার উচ্চ সংবেদনশীলতা সঠিকভাবে অনুধাবন করার তাগিদ দিয়েছে চীন।
সম্প্রতি তাইওয়ান প্রণালীর পরিস্থিতি নিয়ে উইলিয়াম লাইয়ের (লাই ছিং দ্য) নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে চীনা মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট গণমাধ্যম তাইওয়ান কর্তৃপক্ষের প্রধানের 'তাইওয়ান বিচ্ছিন্নতাবাদে'র অযৌক্তিক তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। যা গুরুতরভাবে এক-চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার লঙ্ঘন করেছে, এবং 'তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত পাঠিয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।
মুখপাত্র আরও জানান, উইলিয়াম লাইয়ের সংশ্লিষ্ট আচরণে আবারও প্রতিফলিত হয়েছে যে- তার বিচ্ছিন্নতাবাদী চেহারা এবং ‘যুক্তরাষ্ট্রকে নির্ভর করে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার অপচেষ্টার’ মন্দ ষড়যন্ত্র রয়েছে। এটি আবারও প্রমাণ করেছে যে- সে একজন ‘শান্তি বিনষ্টকারী’ ও ‘অস্থিরতা সৃষ্টিকারী’।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ান সমস্যার উচ্চ সংবেদনশীলতা অনুধাবন করা এবং মার্কিন নেতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। উইলিয়াম লাই যা-ই বলুক বা করুক না কেন- সে অবশ্যই ব্যর্থ হবে।
তথ্য সূত্র:আকাশ-তৌহিদ-ফেই-সিএমজি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.