চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন ৮ জুলাই, মঙ্গলবার, বেইজিংয়ে জানান, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণ-মুক্তিফৌজের আছে।
সম্প্রতি, তাইওয়ান অঞ্চলের নেতা উইলিয়াম লাই-এর সংশ্লিষ্ট বক্তব্যের জবাবে চিয়াং পিন বলেন, তাইওয়ান চীনের একটি প্রদেশ, এর কীভাবে ‘জাতীয় প্রতিরক্ষা বাজেট’ থাকতে পারে? উইলিয়াম লাই মিথ্যাচারের মাধ্যমে দেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র লুকানোর অপচেষ্টা চালিয়েছে এবং ভিত্তিহীনভাবে ‘মূল ভূখণ্ডের হুমকি’ তত্ত্ব প্রচার করেছে। সে বলেছে যে, তাইওয়ানের জন্য যুদ্ধ করবে, তার প্রকৃত উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নিজের স্বার্থের জন্য, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদ’-এর জন্য যুদ্ধ করা এবং তাইওয়ানের সাধারণ মানুষকে 'শক্তি প্রয়োগে পুনরেকত্রীকরণের বিরোধিতা', 'তাইওয়ানকে বিক্রি করা' ও 'তাইওয়ানকে ধ্বংস করা'র মতো সর্বনাশা পথে ঠেলে দেওয়া।
তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রণালীর দুই পারই এক চীনের অংশ। দুই পারের জনগণ উভয়ই চীনা। উইলিয়াম লাইসহ এই ধরনের গোষ্ঠী যতই অপচেষ্টা চালাবে, ততই দ্রুত তাদের পতন হবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ শক্তি যদি তাদের সাথে দাঁড়ায়, তারাও একযোগে শেষ হয়ে যাবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণমুক্তিফৌজের আছে। গণ-মুক্তিফৌজ দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.