মরজান আহমদ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে শরিফ ইকবালের উপর হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।
নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের পিতা।
গত ৭ এপ্রিল একই ইউনিয়নে জমির সীমানা বিরোধের জেরে নারীসহ ৪ জন খুন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.