কক্সবাজার প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
বুধবার (৪জানুয়ারি)রাত ১ দিকে থাইংখালীর বাদশার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম নুর হোসেন (২২)।
স্থানীয়রা জানান,তাদের এলাকাটা রোহিঙ্গা অর্ধুষিত এলাকা হওয়ায় ঘাতক ছৈয়দ হোছন (১৭) সহ কয়েকজন কিশোর মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড দীর্ঘদিন ধরে করে আসছিল।
দ্বিবাগত রাত ১ টার দিকে ঘাতক ছৈয়দ হোছন সহ কয়েকজন একটি মোবাইল ছিনতাই করলে নিহত বড় ভাই নুর হোসেন তা প্রতিরোধ করায় একপর্যায়ে ছোট ভাই ছৈয়দ হোসেন উত্তেজিত হয়ে বড় ভাই নুর হোসেন'র পেটে ছুরিকাঘাত করেন।পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলি হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.