কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভার শনিবার সকালে ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৈয়দ মুহাম্মদ আনোয়ার। সভায় পূর্বের নির্ধারিত কাযত্রুম শূরু করার পূর্বে মুসলিম ধর্মের পবিত্র সুরা ও হিন্দু ধর্মের গীতার বাক্য পৃথক ভাবে পাঠ করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দের সন্জালনায ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদের সফলতার ও দূর্বলতার শীর্ষক বিষয়ে উপর বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি ও আইন উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সদস্য নুরুল আমিন সিদ্দিক, সদস্য রফিকুল ইসলাম, সদস্য, সাইফুর রহিম শাহীনঊ সদস্য, নূর মোহাম্মদ সিকদার, সদস্য, গফুর মিয়া চৌধুরী,সদস্য, দীপন বিশ্বাস, সদস্য, এইচ এম, সেলিম উল্লাহ, সদস্য, ফারুক আহমেদ, সদস্য, হূমায়ুন কবির জুশান, সদস্য, জসিম উদ্দিন চৌধুরী, সদস্য, আমানুল বাবুল, সদস্য, ইব্রাহিম মোস্তফা, সদ্স্য আমীনুল হক আমীন, সদস্য, নুরুল হক খান, সদস্য, মৌ্ নুরুল হক, সদস্য, কাজী বাচ্চু প্রমুখ।
সভায় বিগত বছরের আয ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী। আগামী ২৯ জানুয়ারী ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন করার জন্য সভায় আলোচনার শেষে তাহা সম্মতিত্রুমে গৃহীত হযও অনুমোদন করা হয়েছে।
সভায় বক্তারা বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা দুর্নীতি ও অনিয়ম মুক্ত এবং সুনামের সহিত দায়িত্ব পালন করায় ভূয়সি প্রশ্ংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.